
- স্মার্টফোনে করোনা পরীক্ষা কেন্দ্র খুঁজে পাবেন কীভাবে?
- স্মার্টফোনে গুগল ম্যাপস ওপেন করে ‘করোনাভাইরাস টেস্টিং’ অথবা ‘কোভিড-১৯ টেস্টিং’ সার্চ করুন।
- এবার টেস্টিং ট্যাব সিলেক্ট করুন।
- এখানে সরকারী ও বেসরকারি যে সব ল্যাবে করোনাভাইরাস পরীক্ষা হয় সেই তালিকা দেখা যাবে।
- এছাড়াও ১০৭৫ নম্বরে ফোন করে এই সব ল্যাবে পরীক্ষা করার নিয়মাবলী জেনে নিতে পারবেন।
গুগলের তরফ থেকে জানানো হয়েছে ৩০০ টি শহরের ৭০০টি টেস্ট ল্যাব সম্পর্কে তথ্য জানা যাবে। ইংরাজি ছাড়াও হিন্দি, বাংলা, তেলেগু, তামিল, মালায়ালাম, কন্নড়, মারাঠি এবং গুজরাটি ভাষায় সার্চ করে এই তথ্য জানা যাবে।
ইতিমধ্যেই ভারতে আক্রান্তের সংখ্যা ৩ লক্ষ ছাড়িয়েছে। বিগত এক দিনে নতুন সংক্রমণের সংখ্যা ১১,৪৫৮। যা এক দিনে সর্বাধিক। এই মুহূর্তে গোটা দেশে মোট করোনাভাইরাস সংক্রমণের সংখ্যা ৩,০৮,৯৯৩। ইতিমধ্যেই করোনাভাইরাস সংক্রমণে দেশে ৮,৮৪৮ জনের মৃত্যু হয়েছে।
অন্যদিকে শুক্রবারের স্বাস্থ্য দফতরের শুক্রবারের বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা সংক্রমিত হয়েছেন ৪৭৬ জন। এখনও পর্যন্ত রাজ্যে মোট করোনা আক্রান্তের সংখ্যা ১০ হাজার ২৪৪। পাঁচ হাজার থেকে দশ হাজার সংক্রমণে পৌঁছতে ১৩ দিন সময় নিল পশ্চিমবঙ্গ। স্বাস্থ্য দফতরের বুলেটিনে জানানো হয়েছে, রাজ্যে এখনও পর্যন্ত ৩ লক্ষ ১৫ হাজার ৬৯৯ জনের নমুনা পরীক্ষা হয়েছে।