
সকেলর মনের মধ্যে গেঁথে রয়েছে পাহাড়ি রাস্তায় বেবোর ‘যব ইউ মেট’-এর সেই নাচ । এ যেন ভোলার নয় ।
#মুম্বই: বলিউডের একটা যুগ যেন চলে গেল তাঁর হাত ধরে । একটা সময় নায়িকারা তাঁর সঙ্গে একটা কাজ করার জন্য হাপিত্যেশ করে থাকতেন । এমনকি এই নিয়ে বলিপাড়ায় লড়াই, ঝগড়াও কম ছিল না । সেই সরোজজি, যাঁর কাঁধে ভর দিয়ে নিজেদের কেরিয়ারের বৈতরণী পেরিয়েছেন বহু তারকা । আট থেকে আশি, তাই বলিউডের সকলের মাস্টারজি ছিলেন তিনি । সকলের শ্রদ্ধা, ভালবাসার পাত্র ।
করিনার সঙ্গে খুব বেশি সিনেমায় কাজ না করলেও সরোজ খানের কোরিওগ্রাফিতে বেবোর একটা গানই সুপার ডুপার হিট । সকেলর মনের মধ্যে গেঁথে রয়েছে পাহাড়ি রাস্তায় বেবোর ‘যব ইউ মেট’-এর সেই নাচ ।
এ যেন ভোলার নয় । শ্রদ্ধেয় গুরুকে সোশ্যাল পোস্টে শ্রদ্ধা জানালেন করিনাও । লিখেলন, ‘‘মাস্টারজি সবসময় আমাকে বলতেন, প্যায়র নেহি চলা সকতি তো কম সে কম ফেস তো চলা…এ ভাবেই উনি আমাকে শিখিয়েছিলেন, কী ভাবে নাচটা এনজয় করতে হয়, কী ভাবে চোখের মধ্যে দিয়ে হাসতে হয় । নাচ আর ভঙ্গিমা কখনও এক নয় তা অভিনেতারা জানেন, আর যাঁরা সরোজজি’কে ভালবাসেন । লভ ইউ মাস্টারজি । যতদিন না আবার আমরা একসঙ্গে নাচ করছি, RIP ।’’