Name ringtone maker

হারিয়ে যাওয়া স্মার্টফোন খুঁজে পাবেন কীভাবে? | How To Track Lost Or Misplaced Smartphone Via Google Find My Device

instant loan app without any income proof
হারিয়ে যাওয়া স্মার্টফোন খুঁজে পাবেন কীভাবে?

যদিও শুধুমাত্র স্মার্টফোন চুরি যাওয়া নয়, হঠাৎ স্মার্টফোন হারিয়ে গেলেও এই সার্ভিস ব্যবহার করে তা খুঁজে পাওয়া যাবে। স্মার্টফোন খুঁজে দেওয়ার সঙ্গেই কম্পিউটার থেকে স্মার্টফোনের ডেটা ডিলিট করে দেওয়া ও স্মার্টফোনে নতুন পাসওয়ার্ড দেয়ার ব্যবস্থা রয়েছে।

instant loan app without any income proof

গুগল ফাইন্ড মাই ডিভাইস ইন্সটল করবেন কীভাবে?

প্লে স্টোর থেকে গুগল ফাইন্ড মাই ডিভাইস ইন্সটল করা যাবে। প্লে স্টোরে এই অ্যাপের সাইজ ২.৩এমবি। এই অ্যাপ ডাউনলোড করার পরে ইমেলের মাধ্যমে লগ ইন করতে বলবে। অ্যানড্রয়েড ডিভাইসে যে ইমেল ব্যবহার করে লগ ইন করা রয়েছে সেই ইমেল ব্যবহার করে লগ ইন করা যাবে। পরে স্মার্টফোন খুঁজে পাওয়ার জন্য কম্পিউটার থেকে একই ইমেল থেকে লগ ইন করতে হবে।

হারিয়ে যাওয়া স্মার্টফোন খুঁজে পাবেন কীভাবে?

instant loan app without any income proof

লগ ইন করার পরেই আপনার সব ডিভাইসের তালিকা দেখতে পাবেন। ইমেল ছাড়া লগ ইন করলে কাছাকাছি সব ডিভাইস দেখা যাবে। শেষ কখন এই সার্ভিস ব্যবহার করে স্মার্টফোন দেখা গিয়েছিল তা জানা যাবে।

অন্যান্য ফিচার

লোকেশন দেখা ছাড়াও হারিয়ে যাওয়া স্মার্টফোন রিং করা যাবে। স্মার্টফোন সাইলেন্ট মোডে থাকলেও রিং হবে। এর সঙ্গেই রয়েছে হারিয়ে যাওয়া স্মার্টফোনে নতুন পাসওয়ার্ড সেট করার সুবিধা। এছাড়াও স্মার্টফোন হারিয়ে গেলে ফোনের সব ডেটা ডিলিট করা যাবে।

instant loan app without any income proof

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!