Name ringtone maker

নিজে থেকে লক হবে কম্পিউটার ও স্মার্টফোন! কীভাবে? | How To Lock Windows, Android Devices Automatically

instant loan app without any income proof
নিজে থেকে লক হবে কম্পিউটার ও স্মার্টফোন! কীভাবে?

যদিও স্মার্টফোন অথবা কম্পিউটারে অটোমেটিক লক অন করে এই সমস্যা থেকে মুক্তি মিলতে পারে। এই ফিচার নির্দিষ্ট সময় এই ডিভাইস ব্যবহার না করলে তা নিজে থেকেই লক হয়ে যাবে। অ্যানড্রয়েড স্মার্টফোন ও উইন্ডোজ কম্পিউটারে অটোমেটিক লক অন করবেন কীভাবে? দেখে নিন।

instant loan app without any income proof

উইন্ডোজ কম্পিউটারে অটোমেটিক লক

এই ফিচার ব্যবহারের জন্য একটি ব্লুটুথ ডিভাইসের প্রয়োজন।

স্টেপ ১। সেটিংস > ডিভাইস > ব্লুটুথ সিলেক্ট করুন।

instant loan app without any income proof

স্টেপ ২। এবার + বাটনে ক্লিক করে এই ব্লটুথ ডিভাইস পেয়ার করুন।

স্টেপ ৩। স্ক্রিনের নির্দেশাবলী মেনে পেয়ার শেষ করুন।

স্টেপ ৪। ব্লুটুথ ডিভাইস পেয়ার শেষ হলে সেটিংস >অ্যাকাউন্টস সিলেক্ট করুন।

স্টেপ ৫। এখানে ডাইনামিক লক সিকেক্ট করে নির্দিষ্ট ব্লুটুথ ডিভাইস সিলেক্ট করে দিন।

এই অপশন অন করলে কম্পিউটারের সঙ্গে নির্দিষ্ট ব্লুটুথ ডিভাইস আনলক হলেই এই উইন্ডোজ কম্পিউটার লক হয়ে যাবে। তবে শুধুমাত্র ব্লুটুথ ডিভাইসের সঙ্গেই এই ফিচার কাজ করবে।

অ্যানড্রয়েড স্মার্টফোন অটোমেটিক লক

instant loan app without any income proof

ডাইনামিক লকের মতোই অ্যানড্রয়েড স্মার্টফোনে স্মার্ট লক ফিচার ব্যবহার করা যাবে। দেখে নিন সেই উপায়।

স্টেপ ১। সেটিংস-এ গিয়ে সিকিউরিটি সিলেক্ট করুন।

স্টেপ ২। এবার স্মার্ট-লক অপশন সিলেক্ট করে স্মার্টফোনের পিন দিয়ে ভেরিফাই করুন।

স্টেপ ৩। এবার যে ব্লুটুথ ডিভাইসে আনলক হবে সেটি সিলেক্ট করুন।

এই উপায়ে যখনই নির্দিষ্ট ব্লুটুথ ডিভাইসের সঙ্গে স্মার্টফোন কানেক্ট থাকবে তখন ফোন আনলক করতে পিন, প্যাটার্ন অথবা পাসওয়ার্ডের প্রয়োজন হবে না।

instant loan app without any income proof

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!