How to create a blog website in bengali
প্রিয় ভিজিটর আপনি এই ব্লগটি পড়ছেন তার মানে নিশন্দেহে আপনি নিজের একটি ব্লগ ওয়েবসাইট বানাতে চান এবং তার থেকে ইনকাম করতে চান। তো পড়তে থাকুন ব্লগটি আর জেনে নিন কেমন ভাবে বানাবেন একটি ব্লগ অয়েবসাইট-How to create a blog website in bengali
What is a blog Website-ব্লগ ওয়েবসাইট কি?
বন্ধুরা একটি ব্লগ ওয়েবসাইট বানানোর আগে জেনে রাখা উচিত আশলে
ব্লগ ওয়েবসাইট কি? আর এটা করে লাভ কি?
ওয়েবসআইট অনেক রকমের হয় বিজনেস ওয়েবসাইট, ই-কমারস ওয়েবসাইট, ব্লগ অয়েবসিট ইত্যাদি।
আমরা যেহেতু ব্লগ ওয়েবসাইট বানাবো তো আমরা এটার সমন্ধে জানব। ব্লগ ওয়েবসআইট মুলত এমন একটি ওয়েবসাইট যেখানে আপনি আপনার পছন্দ মত পোস্ট করতে পারেন, এমন কিছু পোস্ট জেটা জ্ঞ্যান পূর্ণ ও তথ্য পূর্ণ হবে, জেটা পড়ে কেউ কিছু সিখতে পারবে। জেমন আপনি এখন জেটা পড়ছেন এটি একটি ব্লগ পোস্ট।
আপনি একটি ব্লগ ওয়েবসাইট থেকে খুব ভাল রকমের টাকা উপার্জন করতে পারেন।কিন্তু শুধু মাত্র টাকার জন্য ব্লগিং সুরু করা উপজুক্ত না বলে আমি মনে করি। ব্লগিং সুরু করুন মন দিয়ে কাজ করুন নিঃসন্দেহে আপনি এক দিন এত টাকা কামাবেন জেটা আপনি ধারনা করতে পারবেন না।
তো চলুন সিখে নেওয়া যাক How to create a blog website-কেমন ভাবে বানাবেন একটি ব্লগ অয়েবসাইট।
মুলত ব্লগিং অয়েবসাইট দুটি প্লাটফর্ম থেকে করা জায়।
১- Blogspot ২-Wordpress
blogspot.com এটি google এর প্রোডাক্ট এখান থেকে আপনি আপনার ব্লগ ওয়েবসাইট ফ্রি তে হোস্ট করতে পারবেন এবং এখান থেকে ব্লগিং করলে আপনাকে এক টাকাও খরচ করতে হবে না, কারন গুগল আপনাকে ফ্রিতে ব্লগস্পটের Sub Domain ও দেবে। আপনি পরে চাইলে একটি Custom Domain কিনেও লিঙ্ক করতে পারেন।
যেমন, http://www.probangali.blogspot.com এটি একটি Sub Domain । আর http://www.probangali.com এটি একটি Custom Domain।
WordPress এটি একটি থার্ড পার্টি ব্লগিং প্লাটফর্ম , WordPress থেকে ব্লগ অয়েবসাইট বানাতে হলে আপনাকে প্রথমে হস্টিংও ডোমেন নেম(.com .org .in .co)কিনতে হবে , যার খরচ ১ বছর এর জন্য ৩০০০ টাকা এক বছর পর আবার টাকা দিয়ে রিনিউ করতে হবে।
আপনি যদি নতুন ব্লগিং সুরু করতে চান তাহলে প্রথমে blogspot.com আপনার জন্য বেস্ট অপ্সান। এখানে ব্লগ বানানোর জন্য আপনার চাই
১- একটি ভালো স্মার্ট ফোন / কম্পুটার
২-ইন্টারনেট কানেক্সন
৩-একটি e-mail id
আর www.blogspot.com এ ভিজিট করুন আর নতুন ব্লগ অয়েবসাইট বানান।

আপনি জখন www.blogspot.com এ ভিজিট করবেন তখন এই রকম ইন্টিরফেস দেখতে পাবেন আপনি ক্লিক করবেন Create Your Blog এ।


এর পর আপনার মেল এবং পাসওয়ার্ড টাইপ করে Next এ ক্লিক করুন।

এই রকম স্কিন দেখতে পাবেন এখানে ডিস্প্লে নেম এ প্রকাশক এর নাম লিখুন।এবং Continue to Blog এ ক্লিক করুন।

এই রকম একটি স্ক্রিন আসবে এখানে Create New Blog এ ক্লিক করুন।

এখন এই রকম স্কিন দেখতে পাবেন এখানে Title এ আপনার ব্লগ এর নাম লিখুন, যেমন আমার ব্লগ নাম ” Pro Bangali”। Address এ লিখুন আপনার ব্লগ Address , যেমন আমার “probangali.blogspot.com”। এবার একটি থিম সিলেক্ট করে Create Blog এ ক্লিক করুন।

নিন আপনার ব্লগ ওয়েবসাইট রেডি এখন আপনি সুন্দর সুন্দর পোস্ট করুন এবং সুরু করুন আপনার ব্লগিং কেরিয়ার। এখনি সাইন আপ করার জন্য নিচের লিঙ্ক এ ক্লিক করুন।
পোস্টটি ভালো লাগলে কমেন্ট করুন বন্ধুদের সাথে শেয়ার করুন। ধন্যবাদ।
Khub valo post
Here it is. Not all but a few questions are auto answered. Great
awesome work, your post are always helping the people. Keep up the nice job. will be back again
Very Nice
Nice Presentation with the screenshots. I understand it easily and worked on my Bangla BlogSpot Blog. Really it helps me with How to create a blog website in Bengali. I share the article with my friends. Thanks
Glad to read your beautiful comment. Your comment made my day. Thanks dear Sharmin.
Nice Article
Thanks, friend, Happy to read your comment.
Awesome post. Really helped me a lot, thanks for this help!
Thanks for sharing your good thought about this post. Your comment made my day.
Nice post. amio blogging shuru korechi blogger , com diye
অনেক ধন্যবাদ আপনাকে কমেন্ট করার জন্য। আমি আপনার ব্লগ পড়লাম। classytechbd এক দম মানানসই নাম,খুব সুন্দর ও তথ্যপূর্ণ আর্টিকেল। চালিয়ে যান।
Thanks for helpful article..
Thank you so much Anirudha vai…..
Hello Dear your all information really great, I’m interested.